Posts

Showing posts from November, 2021
. কী খেয়ে হওয়ার ছিল মাতাল আর  কিসে পোড়াচ্ছি হাড়-মাস কোথাকার  টিকিট নিয়ে হাতে কোন গাড়িতে উঠি ভুলের ঘোরে তালু থেকে গড়িয়ে যাচ্ছে সব কাটা মাথা, রক্ত চাটে শিয়াল  কার কাছে শপথ ছিল জেতার  কার টানে মেতেছি এই হারায়
  চলাই   অন ­ ন্ত তন্ময় বীর     আর - তো ফিরে যেতে পা রবো না ­ —                  হেরে যেতেও প্রচণ্ড দ্বিধা                    মরে যেতে আপত্তি প্রচুর ।   অন্ত্যমিল দিতে দিতে দিতে     পদ্যকোকিলেরা অল্পরক্ত                পাঁজরে শঙ্কা , সাবধানী সুর।   রুদ্রজলে কে নৌকা ভাসাবে ?                সকলে গুড় ত্রিপল চায়                লাইনে ক্যানেস্তারা দাঁড়ায় !     অভিজ্ঞ পূর্বজ , পিতামাতামহ , তোমাদের অনুমিত মারি পৃথ্বী —     স্বপ্নের সন্ততিরা মিলিয়ে দেখ ছি, কত ঠিক ছিল নক্ষত্র - নির্দেশ ! সদাগরি বহরের পালে লা...