শ্বাসকষ্ট

তন্ময় বীর

 

 

আমি শ্বাস নিতে চাই না ধর্মাবতার

শুধু বেঁচে থাক শহরের ফুসফুস,

গাছে ডালে তার  ফুটুক শৌখিন ফুল

নগর-স্বপ্ন মাপে কাটো আমাদের ডানা

ফসলের মাথাকাকতাড়ুয়ার চোখও

দান করে দেব তার দিনকানা রোগে।

মেঘ ফুঁড়ে ওঠা মহিম প্রাসাদ-দম্ভে

যোগাবো আহার আনত নোকর সর্বদা।

সুযুবতী লতা, নধর তরুণ দিয়ে

সাজিয়ে গুছিয়ে দেব ব্যালকনি টব।

কেউ ‘শ্বাস নিতে পারছি না’ বললে খুব

মায়া হয় মনে — আমরাতো মরে গেছি কবে!

 

তুই বেঁচে থাক আহ্লাদী শহর

তুই সুখে থাক ননীর পুতুল

 

ধর্মাবতার তোমার আধীনে দিচ্ছি

আমার তুচ্ছ বিমাহীন প্রশ্বাস

আপনি জানেন — শহর দারুণ অসহায় নিরুপায়!

গ্রামের শ্বাসের বিনিময়ে যেন ‘সভ্যতা’ বেঁচে যায়।

 

Comments