একদিন মহাকাব্য হবে


দুহাতে ছিঁড়ে ছড়িয়েছি মুক্তা মাণিকের হার
এতো ঐশ্বর্যের সাতনরি ভালো লাগে না
সংসারীরা কুড়িয়ে নিক ধুলোমাখা  প্রবাল
আমি মুখ তুলে শ্বাস নিই আকাশ আলোয়

শান দেওয়া তলোয়ার ছুঁড়ে ফেলি জলে
ত্যক্ত বর্ম শিরস্ত্রাণ ঘেরে ব্যর্থ উর্ণাজালে
সফলতা — সাধু শিয়ালেরা জমাক পাহাড়ে
ইচ্ছা হলে খুশির ডানায় থামাবো সফর 

কোথাও কখনো ঋণী থাকতে চাইনি
এমনকি লোভনীয় স্বর্গীয় হাসির কোণায় — 
বিশ্বাসীরা খাদের কিনার থেকে ফিরে এলে
আমি চোখ খুলে দ্বিধাহীন ঝাঁপাবো অন্ধকারে

না ছুঁয়ে চলে আসি উত্তেজিত তলদেশ 
অত সিদ্ধি, সুখের পরাগে দমবন্ধ লাগে
সোনালি সৈকতে রেখে আসা স্মৃতিকথা
অঙ্গীকারহীন ভেসে যাক শ্রেয়স্কর ঢেউএ

দুহাতে ছিঁড়ে ছড়িয়ে ফেলা মুক্তামণিহার
সযত্নের অস্ত্র ছুঁড়ে ফেলা সমাধির শিরে
ঋণী না থাকা কোনো বাঁকানো গ্রীবার আস্বাদে
উদ্ধত অভিমান সব একদিন মহাকাব্য হবে






Comments