হলধর সেনা



সুবাস মেখেছি নগাধিরাজের

অতল ছুঁয়েছি, রহস্যলোক

মাঠের নাভিতে মাথা রেখে শুই

আমাদের ভাবো নগণ্য লোক ?   


রোমে রোমে জ্বলে শিষের শিশির

স্বপ্নে জমানো গোলা ভরা ধান

তালুতে গঙ্গা রাভি রেবা ভীমা

কান পেতে শুনি বজ্রের গান।


হাল কাঁধে নিয়ে গাইতি কোদালে

শমিত করেছি অহল্যা শোক

ঘামের পুষ্টি আখ গম যবে

আমরা আদিম অনন্ত লোক।


নিয়ত ডোবাও, কাঁদাও ভাসাও

পুড়িয়ে আশির, কেটে করো ফালা

প্রাণান্ত থেকে ফিরেছি এবার -

সমাপ্ত হবে দশেরার পালা। 

Comments