আমিই আসল রবীন্দ্রনাথ


বেড়ার পাঁচিল ভাঙল বলে তাদের উপর যে রাগ করো

তোমরা যখন কেজি দরে রবির বইয়ে নিলাম ধরো          তার বেলা?

কলকাতাতে ডেকে এনে ঠেসে মারো অস্ত্র করে

দাড়ি ছিঁড়ে শ্রদ্ধা করো, প্রণাম করো ঘটা করে              তার বেলা?

 

ওখানে নেই রবিঠাকুর, এখানে নেই, কোনোখানে

নেতায় টানে মন্ত্রী টানে নোবেল খানা চোরে টানে

টানাটানি খামচাখমচি সার হল তো শেষেরবেলা

অবাক হয়ে তাকিয়ে দেখো হাট বসেছে শ্রাদ্ধমেলা

হরির লুটের কাদায় পড়ে সংস্কৃতির বাঁদর-নাচ

তলায় তলায় পাক্কা হিসেব ঘোলা জলে ধরছে মাছ

 

বিশু তখন আমার ভিতর কোপাই তীরে মেলে দু-হাত

অট্টহাস্যে বলছে জোরে আমিই আসল রবীন্দ্রনাথ


Comments