দু'চুমুক চা খাওয়া যায় চোখ রেখে চোখে
এরকম দুই একটা নির্জন কোনোখানে নেই
জানতে চাইবে খিলঞ্জীয়া নাকি এলিয়েন
বলতে হবে কোড নম্বর, জন্মদাগ, ভিটে
বুক চিরে আরাধ্যের ছবি, আঙুলের ছাপ
পাকস্থলী ঘেঁটে খাদ্যাখাদ্য, তসবি তিলক

সভ্যতার মিনার সমূহে মুষ্টিমেয় লোক
যদি বোকা হও কিম্বা হাঁদা, সহনশীল সোজা
লুট করতে জানো না, বিশ্বাসী, তবে ভেসে যাও
জামার ভেতরে সন্তানের লাশ নিয়ে জলে
বসে থাকো কয়েদখানায়, উদ্বাস্তু কলোনি
গিলে খাবে জীবন যৌবন, উপুড় আলান

চুম্বন রাখার সুবিশ্বস্ত ঠোঁট নেই কোনো
দাঁত আছে সাজানো করাত, চোখের সান্ত্রীরা
যেখানে যেভাবে যাও, খাও, সজাগ প্রহরা

Comments