এই জন্যেই তো প্রভু । অনন্তশয্যায় যাননি
এজন্যেই তো ঈশ্বর । উঠে এসেছিলেন
এজন্যেই বারংবার । তাকে হত্যা হতে হবে
এই জন্যেই পোড়ে না । তীক্ষ্ণ কাঁটার মুকুট
লেলিহানে টিঁকে থাকে । প্রত্ন ক্রুশের কাঠ
মিথ্যে চুম্বনের দাগ । জ্বল-জ্বল করে তাঁর গালে
ঈশ্বর বেঁচে আছেন । বলে তাঁকে মারা হবে
ঈশ্বর হত্যা হবেন । বলে পুনরায় আসেন 
দেবতার ঘামে রক্তে । বেদনা লাগে না মানুষের
ঈশ্বর বহু হলেন । অনেক ঈশ্বর নামে
এক ঈশ্বরের মৃত্যু । হবে অন্য দেব নামে   
এজন্যেই তো প্রভুরা । ফিরে আসে, মরেন না
ঈশ্বর হত্যা না হলে । অন্য ঈশ্বর বাঁচে না

Comments