অন্ধকারের ভেতরে হাত পেতে বসি
নীহারিকা নাভি থেকে জ্যোতিরশ্মিরেখা
গড়িয়ে নামুক এসে অঞ্জলি-তৃষ্ণায়
বাঁধা হাতে প্রার্থনাই অনন্য-উপায়

ওইতো একেকটি তারায় ওষধির মায়া
সুদীপ্ত সাজানো আছে আঁধারের চালে 
কোনোটাতে ভিড় করে স্মৃতি নিরাময় 
গায়ে কারো লেগে আছে স্পর্শের স্ফটিক
লাজুক শিশিরে ভেজা মাতাল ঝিক্‌মিকি 
ভেতরেতে এসে কেউ খুব ঢুকে পড়ে
কারো শ্বাস পল্‌কা করে শিকলের মালা
নিঃস্বপ্ন রাতের ঘুমে ফুল হয়ে ফোটে

ভেবেছ বেঁধেছ খুব আচ্ছা জনে-ধনে
বেন্ধেছ হাত পা তবু, মন বাঁধবে কেম্‌নে ?  





Comments

  1. আজকের কবিতা: বৃষ্টিকথা

    ভিজিট: https://bit.ly/2QaHZiT

    ReplyDelete

Post a Comment