আসছো যখন ছন্দে তখন কাটবো কেন তাল
দুলছে ঈষৎ পা ও মাথা চলন বেসামাল
একটু মাতাল মাত্রাতে ঠিক বলব যেটা ন্যায্য
বলে বলুক মন্দ লোকে ওসব করো সহ্য
উড়ুক আঁচল লজ্জিত হোক ফোটা কুঁড়ি সদ্য
পদ্য লেখা সদ্য কবির চলকে যাক মদ্য
খসুক খোঁপা বিস্রস্ত চূর্ণ কালো কুন্তলে
হিসেবিরা থই পাবে না গভীর খুব অতলে
দৃশ্যত এই আলুথালু গোপন ভাঙার চাল
উথালপাথাল ছন্দে লেখে জাতে পাঁড় মাতাল
এক পা রেখে আগুনে আর এক পা রেখে চাঁদে
পাগল তোমার পর্ব চরণ মেলায় নির্বিবাদে

Comments

Post a Comment