Thursday, June 23, 2016


বৃষ্টি পড়ে


এমন ভরা বর্ষাকালে কেউ কাছে না থাকলে পরে
সৃষ্টিছাড়া বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে
স্মৃতি জুড়ে তেমন করে ভেজার মতো ডাকছে না কেউ
গভীর কালো মেঘের ভারে দিনের চালে রাতের চালে
একনাগাড়ে উথাল পাথাল মনকেমন বৃষ্টি পড়ে
বৃষ্টি পড়ে শহর ভরে পুকুর পাড়ে গ্রামঞ্চলে
বার্তা ভেজে  চিকুর ভেজে আলগা বাঁধন সুসংযমে
পঙক্তি চরণ তেপান্তরে তটাঞ্চলে আঁধার করে
অর্থহীন কিম্বা গভীর অর্থপূর্ণ এলোমেলো
ভীষণ ভারি ভীষণ জেদি বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে


No comments:

Post a Comment