Tuesday, March 17, 2015

জেগে ওঠো

বসন্তে জেগে ওঠো
অবিরাম ফুলের জোয়ার
অন্তর্গত সুরেলা ঝরনা  _
শীতার্ত হলুদ পাতার
মর্মরিত গানে, কান্নায়
নাচো খুব বর্ণিল গুলাল

পেলব প্রত্যঙ্গগুলি
অথবা শীর্ণ হাড়ের শীর্ষ
পাঁজর বা হৃদয়ের খাঁজ
কুসুমিত পালশে শিমুলে
জেগে ওঠো স্বপ্নের রঙ

জেগে ওঠো
আমাদের প্রেম
প্রতিরোধ বিপ্লবের ফেনা
বসন্ত নির্ঘোষের কাল
উঁকি দেয় লুকায়িত ডানা

জেগে ওঠো শয়তান
তুমিও স্মরণে আনো
উত্থানের সরক্ত বেদনা

রক্তিম প্রিয় শ্রেয় প্রতিবাদ
উচ্ছ্বাস স্বপ্ন উড়ালের তলে
স্বয়ম্ভু জাতকের কীট-কণা
শুয়ে থাকো, জেগে ওঠো
তোমারও বসন্ত দিন
বেদম উল্লাসের রাত

পুড়িয়ে মারো
নৃত্য কর, চিয়ার্স

আমকে ভুলতে দিও না
বিপ্লবের সরক্ত বেদনা। 

No comments:

Post a Comment