Saturday, November 30, 2013

বিবেচনা
 
সংশোধন ক'রে দেবো
বাক্যের গঠন
বড়ো নির্মম হ'য়ে গেল-
ভাবি,
বলা যেত মৃদুতর আরও
কঠোর পাথর নির্দয়তা
না-দিলেই হ'তো শব্দে ঐ

শান্‌ না দিলেই বরং
অহল্যা অঙ্কুরকাতর আদিমের
রঙে শোভনীয় হ'ত অভিমান

ভাবি তুলে নেবো
কিছু ভার, কিছু দমনীয়
অনির্বাচিত, নিয়ন্ত্রণহীন
কিছু স্ফুলিঙ্গ ক্ষণস্থায়ী

শস্যখেতের কাছে
অপরাধী থেকে যায়
বাঁধভোলা বানভাসী সোঁতা

মাসুলের কাছে
কেন অবিবেচক
অধমর্ণ হবো
  

No comments:

Post a Comment