Posts

Facebook তন্ময় বীর হাত বাড়ালে বন্ধুতা বন্ধু বাড়ালে আরও হাত নির্জন তালুতে সুবাসিত অক্ষর ঝরে সহস্রধারায় বৃষ্টিতে যেভাবে ভেজে মাঠ অযুত শিহরণবৃত্ত বুক জুড়ে হৃদয়ের গোঠে বন্ধুতা রাখা সুকঠিন নয় বান্ধব হারানো বেশ সাবলীল সহজিয়া বন্ধুচর্যায় ফিরেছে শবর তার শবরীর সাথে দিবালোকে মত্ততার কাপাস তুলোয় ওরকম উড়ে চলা ভারহীন ছুঁয়ে ছুঁয়ে দোতারা বাজানো ক্ষণসুখী অক্ষরসজ্জার লীলা পৌরাণিক আলোয় রঙিন বিশ্বজিৎ জালের থাবায় সকলেই লিখছে নাম সব ছেড়ে মুখের মাহাত্ম্যে হয়তো আগামী তার স্থানাঙ্ক ভুলেছে হৃদ্‌-এর চতুঃপার্শ্বে ঘনঘটা দাঁত নখ চোখ চুল কান মুখের অরণ্যানী হৃদয়বিহীন তন্ময় বীর, tanmaybir@gmail.com , phone- 9831380685
সুলীন বিদ্রোহ ( নীল বিদ্রোহের ১৫০ বর্ষ স্মরণে ) তন্ময় বীর খুব সুখী, স্বপ্নে অবিরল শাসকহীন শান্ত প্রজাকুল একপাত্রে মেহনতের অন্ন মেখে খায় কেউ কারো পদানত নয় অলুন্ঠিত সুরক্ষিত ধনমান গর্ভবতী ধর্ষণ করে না কোনো অবিমৃষ্য রোগ মরা ছেলে কোলে বসে নেই উদ্মাদিনী মা আদালত সসমান বেঁটে দিচ্ছে বিচারের অমৃত পাতে পাতে নির্লজ্জ সব ময়রানি বেবুশ্যে সটান তাকাচ্ছে বড়ো ছোটো মেজোবাবুদের চোখে নির্বংশ তোরাপ গোপী দেওয়ান শকুন পোষে প্রতিরোধের আভাস নেই স্মৃতি-সত্তার সুনীল গভীরে উন্নত শাসকের তূণ ও তীর সুকৌশলে মুছে দেয় বিভাজন —   ইতিহাসরেখা আজ কোনো বিপ্লব নেই পথ খোলা নেই নির্বিকল্প ঊর্ণনাভজালে মরে যাওয়া ছাড়া
Image
কাব্যগ্রন্থ

নতুন বই

Image

জাতীয় স্তরের আলোচনাচক্র

 যোগ দিতে দেখুন এই ওয়েবসাইট https://sites.google.com/site/nsbdsc/