সংক্রান্তি
পিঠের সঙ্গে চুবিয়ে নিও নলেন কিছু সুখও, ঠোঁট বেয়ে যা গড়িয়ে নামে সেটা আমার দুঃখ। ধানের চাদর জড়িয়ে পৌষ মাঘ জড়িয়ে ঘুমবে, কুয়াশা জল টুপিয়ে নামে মাঝবয়সী শৈশবে। কিছু হারায়, কিছু থাকে... সব সয়ে যায় পেটের দায়ে কিছুটা বয় পিঠও। স্মৃতির নকশি সরিয়ে দেখি কুলের পাতায় নিচে সবুজ শ্রীপঞ্চমীর মুক্ত।