Posts

Showing posts from 2024

কী ভেবেছিলে ?

থেতলে মেরে পুড়িয়ে দিয়ে করেছ একী সর্বনাশ ! সকলে তাকে জাগিয়ে মনে তীব্রতর দুঃসাহসে  মশাল জ্বালে প্রাণের পণে। ভেবেছিলে কী যায় বা আসে দুঃশাসনী মায়ার ফাঁসে ফুঁ দিয়ে ছাই উড়িয়ে দিয়ে সাজিয়ে রাখবে পৌষমাস ?

নির্ঘুম রাত

                তুমি কেন ঘুমাবে? মাতাল দু'ঠোঁটের             সংলাপে প্রলাপ                  এপারে দূরভাষে আমার সমস্ত                আঁধার গ'লে যাবে                    তারার উল্লাসে

পলাতক

  যত ধরে রাখো দুই হাত জুড়ে গ্রীষ্ম বর্ষা শীত বসন্তে---- উড়ে যাওয়ার ঋতু তার আছে। ঢেউয়ে ঢেউয়ে ডাক দেয় খুব পাহাড়ের চূড়ো-ঘেরা মেঘ-পথে। পুরানো আভাস ফিরে ফিরে আসে হ্রদের কিনার দিয়ে ক্রমে ক্রমে ....... যত অনিমেষ হোক তীব্র সে নখের আঁচড়, ফুটে থাকা ফুলে লাল অভিমান। উড়ন্ত তুলো উষ্ণতার টানে পরিযায়ী চোখে অমোঘ লহর তোলো অবিরাম। নাতিশীত চরে মুছে যায় স্মৃতি ....... বাধ্যতা তাকে ডাকে কোলাহলে।

শহীদতীর্থ বরাক

 https://boikathapatrika.in/boikotha/issue-01-boishakh-1429/31-ekti-daybawddho-sawmajchawrchar-nidawrshon-tanmay-bir?fbclid=IwAR3Xoah-wQFuomn6Eb7_Ft6RM3jxfAHU7rs_4Kwxmb_FTHhnwfSD0TnABlQ