ঢেউপুরাণ ঢেউ ভাঙছে পায়ের কাছে থামছে কিছু বিভঙ্গেরই মাঝে কমল করের ঢেউ নাকি-ও কুরঙ্ চোখের কটাক্ষতে ওঠা কিছুই নেই অতীত ভবিষ্যৎ দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি বৃক্ষবৎ অনন্ত সেই পুকুর পাড়ে স্বপ্নলীনা মানসসরোবরে আকুলতা সামান্য ও জলে প্রতিবিম্বে ভেঙে যাচ্ছি তুমি করছো খান্ খান্ আমি দেখছি গোটা
Posts
Showing posts from June, 2013
- Get link
- X
- Other Apps
যৌনতা হবে ক্রীড়াহীন অতীত ঈশ্বরীয় অভিপ্রায় মুদ্রিত রাখা আছে যাবতীয় প্রোথিত আছে গাঢ় নিশানায় অনির্মোঞ্ছনীয় রঙে ও রেখায় নেমে যাওয়া সরস সজলে শিখর হতে সমুদ্রলাফ এই সব কারুময় অনুভব স্পর্শমণি চারু শিহরণ সুখ হবে ব্রীড়াহীন উজ্জ্বল ঊষায় লাবণ্যমধুর অজর অনিঃশেষ অনম্ল পার্শ্বক্রিয়াহীন আমলকী হরিতকী... অন্তর্গত আদিম স্রষ্টার অত্যন্ত অনভিপ্রেত এই নিরোধী অনচ্ছ নেহা জটিলতা গর্ভমৃত্যু অনায়ু যন্ত্রণা জন্ম জরায়ু সব লেখা আছে, বিলম্বিত বাল্য পাঠক অপেক্ষা ছিল বাঞ্ছনীয় মুর্খতায় চিত্রিত উরগের উপহারে এ কোন স্বর্গ! পতনপ্রিয় খনক মানব সাবলীল সহজ হরফ স্খলিত ঈশ্বরীয় স্বপ্নকল্প মগ্নশিলার শিখর ছুঁয়েছে আদিমের মায়া ডাক ছায়াহীন আলো, যন্ত্রণার মহাকাব্য নির্ভার আলিঙ্গন না আত্মহৃদয় ছিঁড়ে খাওয়া জরাসন্ধ মানুষ কোন্ দিকে যাবে...