হাতের তখন দোষ দিও না
হাত করবে কী
সে বেচারি সেপাই মাত্র
আদেশ শোনা ঝি
ভেবে দেখ একটু কোথাও
লাই পেয়েছে কি

শুনল যখন সোনারূপো
সঙ্গে রাজ্যপাট
কাফের গোলাম আকাশ পাতাল
ভেবে ভেবেই কাঠ
মাথার কাজ মাথা ব্যথা
তার কী আর পাপ
ধানাই পানাই ছেড়ে দিলো
লোভের চিহ্নে ছাপ

হাতের বলো দোষ কী আর
হাত করবে কী
মাথার কাজ চিন্তা করা
কোথায় মাথা ছি
আমরাও বেশ চক্ষু বুজে
দুহাত ধুয়েছি

আমাদেরও দোষ দিওনা
আমরা করবো কী
আমরা হলাম মাকড় পোকা
তেনারা খান ঘি
অন্ধ আশায় লোভে বেজায়
বোতাম টিপেছি

বোতামেরও দোষ দিও না
বোতাম করবে কী
ও বেচারা আছে বলেই
গণতন্ত্রের  জামার নিচে
লজ্জা ঢেকেছি

Comments