আবার যেন বলে বসো না এটা কী?

ইত্যাদি বিড়াল জাতীয় শব্দ উচ্চারণ শেষে
বালিশ আঁকড়ে শুয়ে পড়লে মধ্যরাতের কিনারে
স্বর্গেরা সব ঘিরে রইল অতন্দ্র উজ্জ্বল পাহারায়
ভেজা সোঁদা গন্ধে মাতাল চকমিলানো চবুতরা

চারিদিকে খরা, সজল শ্রাবণ পেরিয়ে গেল তবু
বৃষ্টি হলো ইতিউতি, অন্যরকম একান্ত ব্যক্তিগত
কারোরই মন ভিজল না, শিকড় ভিজল না আমূল
আঙুলে লেগে রইল গতজন্মের কদমের রেণু

আড়মোড়া ভেঙে এলিয়ে পড়লে সত্যি না আসুক
স্বপ্নে আসবে, এরকম বিশ্বাসে মানুষ ঘুমিয়ে পড়ে
পরদিন ফিঙেডাকা সকালে চোখ জাগবে কিনা
সেসব ভৌতিক কথা ভাবার অবকাশ মেলে না খুব

Comments