শান্তিমালা টানিয়ে গাছে গাছে
দূরান্তের পথিক ডাকো কাছে
অন্ধকারকে বৃথা নাড়া ঘাঁটা
বরং ওর কবরে দাও কাঁটা
শাপগুলোকে চিরিয়ে কুটি কুটি
অন্ধ চোখে চুমুর কথা দুটি
ভয়কে কেন খুঁচিয়ে তোলো আর
পচলে ভালো হয় জৈব সার
আগুনে জ্বেলে বসো ওদের কাছে
পাপেও কিছু পুণ্য আলো আছে

Comments