বুদ্ধের চাঁদ উঠেছে ফের
যুদ্ধের ফাঁদ ফেঁসেছে কই
মাংসের স্বাদ বেড়েছে বেশ
হিংসার মার বেড়েছে খুব
শাক্যের হাড় পেয়েছে টের
মানুষের দিন গিয়েছে ঢের
জীবনের ঋণ পড়েছে জের

সুজাতা গান গাইছে তবু
পিপ্পল ছায়া দিচ্ছে ধীরে
বজ্রের ঘোর শাসন ভেঙে
জ্যোৎস্নার আলো নামছে চিরে
শাস্তার ঠোঁটের হাসির মতো
ভবিষ্যের গান উঠছে বেড়ে

পায়েসের স্বাদ উঠবে জমে
করুণায় শোক ভিজবে জেনে
আঁধার ভেঙে বাঁধন ছিঁড়ে
বুদ্ধের চাঁদ আসছে ফিরে

Comments