সংযম
তন্ময় বীর

আমি কী ছোঁব না তাকে --
উজ্জ্বল নীলাভের নীচে
জলময় শ্বাপদ জঙ্গলে
চরাচর ভেসে যায় যদি

সুবর্ণা মদিরার গ্লাস
দূরাগত পরিযায়ীর দোহাই
দূরত্ব লাঘবী দূরবীন
যদি কিছু দেখে ফেলি
লোভের ছোঁয়াচ লাগে
ঝলকানো বিমুক্ত ডানায়

মাছরাঙা তুমিও সাক্ষী
জললীন মসৃণ ডলফিন
বেঁধে রাখা ডুবে থাকা
একাকী  সদল সাম্পান
ঈষৎ কলঙ্ক যদি মাখি
চিবুক রক্তিম হবে

কবি, সংসারী, পানকৌড়ি
বনরক্ষক বল্লমধারী
পায়ে ফোস্কা ফেলে
কিনারে এসে ফিরে যাবো--
যাওয়া কী ন্যায়ত হবে
আমিষ অরণ্য থালায়
নিরামিষ রেখে যাওয়া
সভ্যতার দোহাই মেনে

অতল জলজ নাবিক
ডানার নাচন চেনা পক্ষিবিদ্‌
সমুদ্রসোহাগী ক্ষুরধা নদী
দুঃসাহসী হংসমিথুন
শঙ্খলাগা সাপ ও সর্পিণী
ঝুঁকে থাকা জলস্পর্শী শাখা
সজীব প্রচ্ছায়া তার
সুবিস্তৃত লালসার চর
বুনো ঘাসের ঘন আড়াল
ঝাউ বনের শীৎকার
বলো--

আমি কী ছোঁব না তাকে
ঘুমাব না পাশে তার


দুটো লতা দুটো সোঁতা
শুয়ে আছে অসীম বিস্তার



Comments