Monday, June 1, 2015

এবার কী হাসব তবে

আমরা তো চেয়েছিলাম
আমিতো কেঁদেছিলাম
অন্ধকারে বিষণ্ণ ব্যথায়
সমূহের কাছে প্রতিহত
বা এককের দাপটে,
সমস্ত শরীর কাঁপিয়ে
আকাশ ফাটিয়ে -
যাক ধ্বংস হয়ে
প্রলয় আসুক
          আন্তরিক প্রার্থনায়

এই তো এসেছে সে
এভাবেই আসে
জমিয়ে তোলার চাপ
ভয়াল জাগানিয়া

এবার কী হাসব তবে  - হাঃ হাঃ

না-কি পাততে হবে কান
মৃদু সুরে বাজছে দূরে
নির্মল নতুন কলস্বন

No comments:

Post a Comment