সত্যাসত্য

নেমে আসতেই হয় জমিনে
উদ্ধত অভ্রংলিহ কাঁপে,
পায়ের নীচে মাটিই সার -
সত্য এরকমই সহজ

কাকে অভিশাপ দেব
কাঁধে গলায় মাথায়
চেপে আছে উদ্যত চাপাতি
ভেসে যাচ্ছি রক্তগঙ্গায়
চুরচুর, অষ্টবক্র; মেদমাংস
শিয়াল গৃধিনী কুত্তার
উল্লাসের সম্পত্তি

যাদের মানুষ, নিদেন পুরুষও
ভাবিনি, তারই কান মুলছে সভ্যতার -

সহজ এরকমই সত্য
সত্য এরকমই ব্যঞ্জনামূলক
তুচ্ছতাচ্ছিল্য সরল পাদপ

ঝাপটের ধুলো মেখে
পতনের টালমাটালে
দাঁড়াতেই হয় নীচে তার

একা শুয়ে হাসে সত্য
মর্গের টেবিলে লোহিত

সে এমনই সহজ
এরকম যাদুকর বেয়াড়া
হাস্যকর করে আঁকে
সভ্যতার শকুন চেহারা




Comments