শীতযাপন

শীতকাল এসে গেল
ত্বকের যত্নাত্তির কাল
অন্দরবাসী দুই সুপর্ণা
একটি বসন্তবর্ষাশরৎউষ্ণতা চায়
অন্যটি কেবলই হিমের পরশ

সেই সব বালাই, যার কোনো
প্রতিষেধক মিলল না
সেই সব অধোগমন শতাব্দী
পেরিয়ে এসে মহামানবের বাণী
যার কাছে লজ্জা পায়
সেই সব কাদা সহস্র সূর্যাভায় 
এখনো পিচ্ছিল হয়ে আছে

আয়ুর স্থিরতা আজও
এই সুসভ্যতায় পদ্মপত্রনীর
কে কখন ঠুকরে দেয়
আকছার ভেঙে যায় নীড়

পরিশুদ্ধ জলস্পর্শহীন
নিয়ত নিহিত স্নান
এক পাখি জাড্যের বিপরীতে
সুপক্ব স্বাদু পিপ্পল চায় না
শীত চায়, শুধু ঘুম
*       *         * 

হেমন্তকে শীতের সূচনা ভাবা
ভ্রম, তারো আছে নিজস্ব
নিশ্বাস। না-শীত ও উষ্ণ
রমণীয় নির্বেদ। পরিণত মৌন
নিজের নাড়ি ধরে মৃত্যুকে বোঝা
সাংঘাতিক পৌঢ়বিজ্ঞ
কোনও টান নেই, অশ্রু নেই
একে কেউ চায় না
বরং শীতের পরিধি ভেবে
শুকোতে দেয় বিছানা চাদর।
*        *         *

উদ্যত ও নিবৃতের মাঝে
ঐ যে সুফল, নির্বিকার
পরিণতিপ্রজ্ঞানী, ঐ তো হেমন্ত
দ্রুত মরে যেতে হবে, জানে।
তার মরে যাওয়া, বিজ্ঞের ভানে
দেখেও দেখবে না কেউ
নিশ্চলও সমান অংশীদার
সধুতার ছল, তারও হিংসুক
সাধুবাদী ঠোঁট পরিতৃপ্তি পায়
নিরপেক্ষ ভানে, হিংসুক
পিপাসু, গোপনে উৎসুক

প্রকৃত হেমন্ত ঐ সুদৃশ্য
নির্বিকার লোভালোভের
মাঝে সুচয়নী সুফল
*         *            *

যারা শীতকাল ঝুলিয়ে
রাখি চুল থেকে নখ
পা থেকে মাথা, যারা
সত্যিকারের মৃত, বা
বেঁচে থাকি মরে গিয়ে
শীত সেখানে আকর্ষণীয়
আরামদায়ী আলখাল্লা, ঈশ্বরীয়
কখনো ঘুমতে দিইনা উরগের
বিষাক্ত থলিকে নিশ্চুপে
ঘুমের বিজ্ঞাপন সাঁটি সজ্ঞানে
কতদিন আমাদের ছেড়েছে  
কত আত্মীয় আজ দূর দেশবাসী  
*       *         *

দেশটি এমন কোথায় আছে
জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ
দেশ দেশ নন্দিত করি মন্দ্রিত ভেরী
মাটিতে ঠেকাই মাথা
তবু কোনও হিজিবিজবিজ
বেমক্কা হেসে ওঠে বেরসিক
  দেশে গেলেই লোকেরা হুস্‌ হাস্‌ মরে

এ আমার দেশ নয়, বলে
ক্রমশপ্রসারমান  কবন্ধ ছায়া
উপত্যকায় কুয়াশা চাদর
করতলগত সমুদয় মাতৃক্রোড়
সুন্দর নেই স্বস্তিময়
শবের মতো লাবণ্যবিভায়
সুস্থির মূক শীতার্ত শরীর
*       *         *
  
এবার উল্লাস হোক
পরিচর্যিত হোক ত্বক
ওষ্ঠ অধর শোভনীয়  
নির্লজ্জ লজ্জাবতী গোড়ালি
অন্যকে করুক লজ্জিত
সুডৌল উদ্ধতের মতো
আমাদের উদযাপনও
দর্শনীয় হোক
*       *         *
 
ভীষণ মরে যেতে চাওয়াকে
বাঁ হাতের করতলে রেখে
ডান হাতের রঙিন জলজ নাচন
ভেজাক সমস্ত গ্লোসাইন
সমুগ্ধ  মাখি দারুণ সজীব
বেদনার সুদাম গ্লিসারিন
*       *         *
 
পাখি উড়ে যাক
জেনে যাক বা না জানার ভানে
হেমন্তের তীরে বসে শীতার্ত দেখুক
সুরক্ষিত ক্লীব মনুষ্য কেমন আছে
হিমের স্বচ্ছ ফর্মালিনে ...

    

Comments