Wednesday, September 24, 2014

বাংলায় বলি
তন্ময় বীর

সলিডারিটি নয় সংহতি
সলিডারিটি নয় সমর্থন
শারদীয় বাজার ভুলে
যুবক যুবতীর ওই রক্তবমন
চুম্বন রাখি ক্ষত ঠোঁটে 
দৃপ্ত বুকে কাশ ফুল
চোখে তুলো মেঘ
স্পন্দনে স্পন্দন রেখে
ফুলিয়ে পাঁজর ছাতি 
বাংলায় বলি- সংহতি সংহতি
এসো আলিঙ্গন আলিঙ্গন
ব্রহ্মনাদে - সমর্থন সমর্থন

No comments:

Post a Comment