Tuesday, March 25, 2014

জ্ঞানশকুন্তলা


আংটি তোমার হারিয়ে গেছে বোয়াল মাছের পেটে
ভাবছ বসে গড়িয়াহাটে আঙুল রেখে ঠোঁটে
চৌমাথাতে জ্যাম জমেছে ভিড়ে ভিড়াক্কার
চতুর্দিকে ছেয়ে আছে দুষ্মন্তরের চর
ঝুলে আছে নয়নলোভন মনলোভন চার
ওসব নিয়েই ভুলে থাকো মেতে থাকো আর
এক্কেবারে ভুলে যাও প্রেমাস্পদের ওয়াদা
নবীন তাপস অনসূয়া ঐ যে প্রিয়ম্বদা
তারাও যেন গলে গেছে শান্‌শাহী উদ্মাদে
তুমি ভাবছ, ঠোঁটে আঙুল, ফেঁসেছ কোন ফাঁদে
গভীর তলে ভ্রূণ নড়ে পাচ্ছ তুমি টের
পালিয়ে তুমি যেখানেই যাও পিছু পিছু পিতা
খুঁজে পেতে হাতিয়ে নিয়ে শেখাবে এক গীতা -
‘মা ফলেষু বিবেচন রাতে বনে মাঠে
যেখানেতে যোষিৎ পাবে চিকেন মটন চাটে
খুঁটে চুষে শুঁকে দেখো পৌরুষেয় ডাঁটে
ফল কী হবে? ভয় পেয়ো না উপরওয়ালার খেল্‌
জনবিপ্লব বুদ্ধিজীবী সুনাগরিক ফেল্‌
পুরু(ষ)বংশ তোমার কী সয় চিন্তা বারোমাস
এমনি কী আর খরচ করে জেলে পুষি?  
যতন করে সামনে রাখি কাঠিচুষি  
গভীরজলে এমনি এমনি বোয়াল মাছের চাষ!’  
এসব কথা তুমিও জানো শুনেছ সেই কবে
তোমার গর্ভনামেই কিন্তু দেশের নাম হবে
­­­পালিয়ে তুমি যেখানেই যাও চিরকালীন ফাঁদে

অব্যর্থ তীর এসে লাগে হরিণ বুকের চাঁদে । 

No comments:

Post a Comment