Posts

Showing posts from January, 2014
উদারতন্ত্র তোর কথা শুনবো বলে লম্বকর্ণ আদর করে ছোঁবো বলে সূর্পণখা চুমোয় চুমোয় ভ'রে দেবো তোকে আদরিনী বড়ো দেখে ভয় করিস না মুখ ওই যে তুমি কেক এনেছো  রাইডিং রেড জিভের বহর ওরই তরে লক্‌ লক্‌ দেখবো বলে দু'চোখ ভ'রে আমার নয়নমণি বড়ো বলে ভয় পেয়ো না হুড নিদ্রায় আছেন তোর ঠান্‌দিদিমনি তুমিও এসো ঘুমাও সোনামনি ঘুম পাড়ানো গান শোনাবো তান বেঁধেছি সুর ভেঁজেছি মেজে ঘষে বহু যতন করে লোভ সধেছি তল জঠরে দরজা খোলা অহরহ দিনরাত্রি তোর বিহনে মরো মরো বুকের কাছে মুখের কাছে আয় ক্ষুধা জ্বরের সীমার মধ্যে আয় ঠানদিদি তোর ঘুমে কাদা তুইও ওঁর সঙ্গে যাবি আয়