পৌষমেলা

সরে যাচ্ছে  ঝাপটার ঢাল
দামাল চপল নদ পদানত
ক্রমশ শালবীথি মহুয়ার ঢল
তাল, সাঁওতাল সরলতা সন্নিকট
এঁটেলে দৃঢ়তা মুহ্যমান
পদতলে খোয়াই সটান

সোনাঝরা ক্যালিপ্টাস মর্মর
ঢেকে দেয় শহুরে সংলাপ
চিতল হরিণ নাচ চিরন্তন
কোপাই-এর স্রোতে মেশে
ছাইভস্মে কঙ্কালীর চিতা
একতারা বেজে ওঠে রিন্‌ রিন্‌
জনতার জটিল জঙ্গলে

ছুটে যাচ্ছ এই সব টানে
ফেলে যাচ্ছ ছেড়ে যাচ্ছ
দূর ছাই আপদ জঞ্জাল

যেন আর ফেরা নেই
যেন কেউ কিছু নেই
ধুলোমুঠি সোনা হবে

অমল রাত্রির টানে
ছাতিমের নিবিড় কোল
সূর্যপ্রতীম সেই তার বিভা।

Comments