দিবাস্বপ্ন

ভুল যাত্রাও সঠিক গন্তব্যে পৌঁছে দেয় ...

আনন্দবারতা
কী খোশবাই তার!
অশ্রু মিশে আছে শিরায় শিরায়

ললাট লিখন না-প'ড়া
যানের আরোহী হাসে
লক্ষ্যে চলে যাবে ঠিক...

রক্তমাখা ধার্মিক
নিশ্চিন্তে ঘুমায়,
অকাতরে ভাষা ভোলে
মাতৃভষার প্রেমিক,
কৃতঘ্ন অবিচারে অম্লান
কৃতজ্ঞতা কুড়ায়

প্রতিশ্রুতি দৃঢ়মুষ্ঠি
ভাষণ, রঙিনের ফোয়ারা

সব ভুল একদিন
মেলে দেবে ডানা
ফুল হবে, প্রজাপতি
কে করিবে মানা

দিবা স্বপ্নে কম্পোজারও ভুলে মারে
শেষ শব্দদুটি.. ' কখনো কখনো '


 

Comments