Thursday, September 26, 2013


রবীন্দ্রনাথ

 তন্ময় বীর

 

বিশ্বাস-এর কথা ভাবা যায়!

আস্থার থাবা গিলে খায়

আজগর গ্রাসে শিকড় বাকড়

পাপ কাকে বলে

ধর্মের কলে দ্বিমুখী করাত

সীমার অসীম  অথবা ওই

অসীমের সীমা বিশ্বপ্রেম

রক্তের নদী কবে মুছে যাবে

তাহরির গাজা ভূমধ্য তীর

শাহবাগ বামিয়ান কাশ্মীর

মধুপবনের সুলগন কবে

 

তুমি একাঘ্নী  অসহায় বাণ

একদিকে ছুঁড়ে দিলে

অন্য প্রান্তে লালিহান ওঠে

 

শঙ্কা শূন্য চিত্তগান

সবল ক্ষমার মহিমা

সুনির্বাচিত ভাষণের জামা

সুধী সকলের গা’য়ে

 

তুমিময় সব শুধুই তোমারই যেন জিত

সশস্ত্র উদ্যত হাতে নিরুপায় ছবি

আরক্ত জিভ সহর্ষ গায় রবিসঙ্গীত

গৃধ্নু জীবের আনন্দগান রবিসঙ্গীত

 

চক্রান্তে ফাঁসে বিজয়ীর চাকা

সব দায় ঋণ নিরীহের ঘাড়ে

অজস্র শাপ প্রতিদিন নির্মম মারে

বুকপিঠকাঁধে তীব্র চাবুক দাগ

 

স্বপ্নসত্য ব্যথাযন্ত্রণাপিপাসায়

তোমাকে অবিশ্বাস করা পাপ

No comments:

Post a Comment