থোড় বড়ি খাড়া
সুবাস কোথা থেকে আসে
কোথায় লুকানো আছে কী
পথরেখা নেই বহ্নিমান
মর্মর চাপা অজ্ঞাত অতীত
ধ্বংসাবশেষে গন্ধরাজ ভুল
স্মৃতিশোকাতুর জীবাশ্ম
দেবত্ব অস্বীকার করা আরক্তিম
মাতাল তরণি টলমল
ডুবে যায় ভেসে ওঠে
শ্যাওলামাখা নবজন্ম
অহল্যা উদ্ভাস
পাপশোকস্বপ্নসফলতা
মৃতসঞ্জীবনী মহেঞ্জোদাড়ো লিপি
নিরক্ষর সভ্যতাকে হেলায়
হাস্যাস্পদ করে অনির্বাণ
বর্তমান বিবর্তলোভী আবর্তসংগীত
No comments:
Post a Comment