মৃত্যুকথা ভাববো এখন সময় কোথা
আমরা এখন ব্যস্ত ভীষণ কাঠ জোগাড়ে
তাবড় তাবড় তত্ত্বকথা,  মানব বিশ্ব
প্রপঞ্চ ঘর, গলি-ঘুঁজি, বন-বাদাড়ে
নশ্বরতায় জীবন ঘেরা দারুণ বরং
দামী এবং উচ্চতর ভাবের কথা
জীবন নিয়ে যাপন নিয়ে ইনবিনিয়ে
ঘুলিয়ে ঘিলু হট্টগোলে আয়ে ব্যয়ে
মৃত্যুকথা ভাববো তোর সময় কোথা

সবাই এখন ব্যস্ত ভীষণ শবের দাহে
মানবতার মৃত্যু হলে মৃত্যু শোক অশ্রুহীন
বরং আরও উথলে ওঠে কফন নিয়ে আদিখ্যেতা



ক্ষতিপূরণ রঙিন জল পাশে থাকার আবশ্যতা
মিটিয়ে সব শান্ত হলে, সিদ্ধ যখন চতুরালি
চমক লাগে, ঝলসে ওঠে ধুরন্ধর ধৃষ্ট চোখ
মুখাগ্নির মশালখানা আত্মভুলে
নিজের মুখে ছুঁইয়ে আছে এ সভ্যতা




Comments