বসন্তবিলাপ
 
 
 
বিস্মৃতি খুঁড়ে তোলা
ম্লানতর প্রাক্তন বর্ণমালা
উজ্জ্বল দীর্ঘশ্বাসে ভেজা
 
বিলাপের কাল সীমাহীন
রাজ্যজয়ে চলো
 
ডালে ডালে নির্ভয় সমারোহ
সাংকেতিক এই ঋতু
হৃদয় ভাসানোয় পটু
এই এর জন্মদোষ
পঞ্চমে সর্বনাশ
 
করবির ডালে ফুটন্ত হৃদয়
ছিঁড়ে এনে পুঁতে দাও
সুষুপ্ত খোঁপায়
বহুকাল আলোকের স্বাদ
ভুলে গেছে ভাঙার মহিমা
 
তুলে আনা যাক
ম্লানতর হীনযান
প্রোথিত সংকেত কিছু
চৈতালি রেণুমাখা
স্বপ্নজাত তির্‌ তির্‌
 
স্পন্দমান অন্তঃশীলা
ভস্মঢাকা অতীব সজীব
 
 
 
 
 
 


Comments