সুলীন বিদ্রোহ

(নীল বিদ্রোহের ১৫০ বর্ষ স্মরণে)

তন্ময় বীর



খুব সুখী, স্বপ্নে অবিরল

শাসকহীন শান্ত প্রজাকুল

একপাত্রে মেহনতের অন্ন মেখে খায়

কেউ কারো পদানত নয়

অলুন্ঠিত সুরক্ষিত ধনমান

গর্ভবতী ধর্ষণ করে না

কোনো অবিমৃষ্য রোগ

মরা ছেলে কোলে বসে নেই

উদ্মাদিনী মা

আদালত সসমান বেঁটে দিচ্ছে

বিচারের অমৃত পাতে পাতে

নির্লজ্জ সব ময়রানি

বেবুশ্যে সটান তাকাচ্ছে

বড়ো ছোটো মেজোবাবুদের চোখে

নির্বংশ তোরাপ

গোপী দেওয়ান শকুন পোষে

প্রতিরোধের আভাস নেই

স্মৃতি-সত্তার সুনীল গভীরে

উন্নত শাসকের তূণ ও তীর

সুকৌশলে মুছে দেয় বিভাজন

  ইতিহাসরেখা

আজ কোনো বিপ্লব নেই

পথ খোলা নেই

নির্বিকল্প ঊর্ণনাভজালে

মরে যাওয়া ছাড়া

Comments

  1. প্রকাশিত কবিতা, 'নীলাক্ষর' পত্রিকা

    ReplyDelete

Post a Comment